ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

শনিবার (০২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শমসেরনগর রোড থেকে মিছিল বের হয়ে প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রোডের হামিদিয়া পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রানা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ, জেলা যুবদলের প্রচার সম্পাদক এম এ মুহিত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।