ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দৌলতপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
দৌলতপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খলসী ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন (৫৫) ও তার সমর্থক লুৎফর রহমান মাস্টারকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) ভোরে মানিকগঞ্জ পৌরসভার একটি বাড়ি থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনোয়ার পরাজিত হন। ওই দিন ভোট গ্রহণ শেষে রাতে ভোট গণনার সময় সমর্থকদের নিয়ে ইউনিয়নের রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসার ও পুলিশের ওপর হামলার চেষ্টা করেন আনোয়ার। এসময় তারা সরকারি কাজে বাধা ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, ওই রাতেই আনোয়ার হোসেনসহ তার বেশ কয়েকজন সমর্থকের নাম উল্লেখ করে থানায় মামলা করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওসমান গণি। এর পরিপ্রেক্ষিতে রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, খলসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন সেনা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এটিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।