ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকারের কোনো মাথাব্যথা নেই’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
‘সরকারের কোনো মাথাব্যথা নেই’

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে খুন, অপহরণ, গুম, ধর্ষণ, লুটের উৎসব চলছে। অথচ এসব নিয়ে সরকারের মাথাব্যথা আছে বলে মনে হয় না।

থাকলে প্রতিদিনই এসব ঘটনা ঘটতে পারে না।

রোববার (৩ এপ্রিল) দুপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

নজরুল ইসলাম খান আরও বলেন, এটা একটা অনির্বাচিত সরকার। তাদের মানুষের প্রতি কোনো নজর নেই। দেশে লুটপাট চলছে, খুন-গুম চলছে, ব্যাংকের রিজার্ভ চুরি হচ্ছে, ঋণ কেলেংকারির ঘটনা ঘটছে। অথচ মানুষ কোনো প্রতিকার পাচ্ছে না। আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে। কিন্তু মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিলো গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি, যা এ সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে আজ গণতন্ত্র নেই। মানুষ বিচার চেয়ে পাচ্ছে না। অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

সভায় আরও উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
এমএম/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।