ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তৃণমূল ভোটে প্রথম হয়েও নাম নেই আ’লীগের প্রার্থী তালিকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
তৃণমূল ভোটে প্রথম হয়েও নাম নেই আ’লীগের প্রার্থী তালিকায়

ময়মনসিংহ: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূল থেকে ৩৭ ভোট পেয়ে প্রথম হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষিত প্রার্থী তালিকায় নাম নেই জবান আলী সরকারের।

 

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার দৌঁড়ে রয়েছেন তিনি।

দৌঁড়ে তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম তৃণমূলের মাত্র পাঁচ ভোট পেয়েও দলীয় মনোনয়ন পেয়ে গেছেন।

এতে আওয়ামী লীগের স্থানীয় ইউনিয়ন নেতাকর্মীদের মধ্যে অনেকে হতাশা প্রকাশ করেছেন। তারা তৃণমূলের সমর্থনে বিজয়ী জবান আলীর নাম প্রার্থী তালিকায় অন্তর্ভূক্ত করার জোর দাবিও জানিয়েছেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, গত ৩০ মার্চ ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানের ঢাকার বাসায় উপজেলার ৫টি ইউনয়নের তৃণমূল ভোট অনুষ্ঠিত হয়। এ ভোটে সালাম পান ৫ ভোট আর জবান আলী পান ৩৭ ভোট।

প্রথম হয়েও প্রার্থী তালিকায় নিজের নাম না থাকা প্রসঙ্গে ক্ষমতাসীনদের মনোনয়ন প্রত্যাশী জবান আলী সরকার বলেন, গত ২৫ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমূল ভোটিং না করে নিজেদের ইচ্ছামাফিক একটি প্রার্থী তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেন। সেই তালিকা বাস্তবায়ন হওয়ায় আমার নাম আসেনি।

তিনি আরও বলেন, মন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের ঢাকায় বাসায় তৃণমূল ভোটে আমি ৩৭ ভোট পেয়ে জয়ী হলেও এ বিষয়টি আমলে নেওয়া হয়নি।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু বলেন, সোমবার (৪ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় বিভিন্ন ইউনিয়নের অভিযোগগুলো উত্থাপিত হবে। আশা করি এ বিষয়টির সুরাহা হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।