ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ধামরাই ছাত্রলীগ নেতার বহিষ্কার দাবিতে বিক্ষোভ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
ধামরাই ছাত্রলীগ নেতার বহিষ্কার দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): ধামরাই ছাত্রলীগের আহবায়ক ধর্ষণ মামলার আসামি লায়ন পারভেজকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে ঢুলিভিটা এলাকায় এ বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি ধামরাই রথখোলা থেকে বের হয়ে ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. তুষারসহ অন্যা নেতাকর্মীরা। অবিলম্বে নারী নির্যাতনকারী লায়ন পারভেজকে দল থেকে বহিষ্কাররের দাবি জানান তারা।

গত ২ এপ্রিল সাভারে এক গার্মেন্টস শ্রমিককে অপহরণ ও ধষর্ণের অভিযোগে ব্যাংক কলোনি এলাকা থেকে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ