ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউনিয়ন নির্বাচন

ধুনটে প্রতীক পেলেন ৪৮৯ প্রার্থী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
ধুনটে প্রতীক পেলেন ৪৮৯ প্রার্থী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রতীক পেয়েছেন চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৬ জন প্রার্থী।

 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন ধুনট উপজেলায় ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন, নিমগাছী ইউনিয়নে আজমল হক (নৌকা), পুটু মণ্ডল (ধানের শীষ), সুজাউদৌলা রিপন (চশমা), আজাহার আলী (মোটরসাইকেল), আতাউর রহমান (আনারস), রুহুল আমীন (অটোরিকশা), রাহেনা খাতুন (ঘোড়া)।

কালেরপাড়া ইউনিয়নে শাহজাহান আলী (ধানের শীষ), হারেজ উদ্দিন আকন্দ (নৌকা), সাইফুল ইসলাম ফটিক (ঘোড়া), লিটন আহমেদ (আনারস), রিপন মিয়া (রজনী গন্ধা), চিকাশী ইউনিয়নে নাজমুল কাদির শিপন (নৌকা), এবিএম শামচ্ছুজ্জোহা বেলাল (ধানের শীষ)।

 গোসাইবাড়ী ইউনিয়নের আব্দুল কাইয়ুম টগর (ধানের শীষ), সামছুল বারী (নৌকা), জিয়া শাহীন (মোটরসাইকেল), মাকসুদুল হক বাচ্চু (ঘোড়া), ময়নুল হাসান মুকুল (চশমা), হারুন-অর রশীদ (আনারস), ভান্ডারবাড়ী ইউনিয়নে বেলাল হোসেন শ্যামল (নৌকা), আতিকুল করিম আপেল (ধানের শীষ) ও আনোয়ারুল হক ইকবাল (আনারস)।

ধুনট সদর ইউনিয়নে এসএম মাসুদ রানা (নৌকা), আব্দুল হালিম (ধানের শীষ), লাল মিয়া (আনারস), এলাঙ্গী ইউনিয়নে এমএ তারেক হেলাল (নৌকা), আতাউর রহমান পলাশ (ধানের শীষ), শাহজাহান আলী আকন্দ (হাতপাখা), শাহজাহান আলী ঠাণ্ডু (আনারস), শাহজাহান আলী (মোটরসাইকেল)।

চৌকিবাড়ী ইউনিয়নে শাহীন আকতার (ধানের শীষ), জুলফিকার আলী ভুট্টু (নৌকা), মথুরাপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম (ধানের শীষ), হাসান আহমেদ জেমস মল্লিক (নৌকা), শফিউর রহমান জ্যৌতি (চশমা), হারুন-অর রশীদ সেলিম (আনারস), গোপালনগর ইউনিয়নে আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) ও গোলাম হোসেন সরকার (নৌকা)।

এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মুঞ্জুরুল হাসান বাংলানিউজকে জানান, ২৩ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচনে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের ১০ জন, বিএনপির ১০ জন, ইসলামী আন্দোলনের একজন ও ১৮ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ