ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শেরপুরে চেয়ারম্যান পদে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
শেরপুরে চেয়ারম্যান পদে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বগুড়া: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) বগুড়ার শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট ৪৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১১৫ জন ও সাধারণ সদস্য পদে মোট ৩৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।


 
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত উপজেলার দায়িত্বপ্রাপ্ত ৫ জন রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান, কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক, সমবায় কর্মকর্তা ফেরদৌস জামান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুমের কাছে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
 
কুসুম্বী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৩ জন। তারা হলেন- শাহ আলম পান্না (বিএনপি), আব্দুর রশিদ জায়েদার হেলাল (আওয়ামী লীগ) ও কামরুজ্জামান (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ১৪ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
গাড়ীদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মোকাব্বর হোসেন (আওয়ামী লীগ), আব্দুল খালেক প্রামাণিক (বিএনপি), তবিবর রহমান (স্বতন্ত্র), আশরাফ আলী ভোলা (স্বতন্ত্র), দবির উদ্দিন (স্বতন্ত্র) ও রফিকুল ইসলাম মণ্ডল (ইসলামী আন্দোলন)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ১৫ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
 
খামারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন প্রার্থী। তারা হলেন- আব্দুল মোমিন ওরফে মহসিন (আওয়ামী লীগ), ফজলুল হক সরকার দুদু (বিএনপি), আব্দুল মতিন (স্বতন্ত্র), আব্দুল ওহাব (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ১২ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আহসান হাবিব আম্বীয়া (আওয়ামী লীগ), পিয়ার উদ্দিন (বিএনপি) ও শফিকুল ইসলাম রানজু (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ৯ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মোহাম্মদ আলী মন্টু (আওয়ামী লীগ), মোস্তাফিজার রহমার মোস্তাক (বিএনপি), নুর মোহাম্মদ (ইসলামী আন্দোলন), আব্দুল মোনায়েম (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
 
সুঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আবু সাঈদ (আওয়ামী লীগ), হুমায়ুন কবির বিপ্লব (বিএনপি), আহসান হাবিব (ইসলামী আন্দোলন) ও তছির উদ্দিন (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ১২ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
 
বিশালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- সুবোধ চন্দ্র সরকার (আওয়ামী লীগ), আলী আহমদ (বিএনপি), আব্দুস সাত্তার (স্বতন্ত্র), রাফিউল ইসলাম লাবু (স্বতন্ত্র), জাকির হোসেন (স্বতন্ত্র), সরোয়ার রহমান (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ৯ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
 
ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- গোলাম মোস্তফা (বিএনপি), আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ১১ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
 
সীমাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- গৌরদাস রায় চৌধুরী (আওয়ামী লীগ) ও আফতাব হোসেন তালুকদার (বিএনপি)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
শাহবন্দেগী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- আল আমিন (আওয়ামী লীগ), আব্দুর রহমান (বিএনপি), আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), আসাদুল ইসলাম (স্বতন্ত্র) ও রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন)। এছাড়া সংরক্ষিত পদে ৩টি ওয়ার্ডে ১৩ জন মহিলা ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বাংলানিউজকে জানান, আগামী ১০ ও ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থীতা প্রত্যাহার ১৮ এপ্রিল ও ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ মে এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ