ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মধুপুরে তিন ইউনিয়নে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
মধুপুরে তিন ইউনিয়নে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মধুপুর (টাঙ্গাইল): চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মধুপুরের ১১ ইউনিয়নের মধ্যে তফসিল ঘোষিত তিনটি ইউনিয়নের নির্বাচনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মনোনয়ন জমার শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী ছাড়াও একই ইউনিয়নে দুই দলের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

আলোকদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা  আওয়ামী লীগ নেতা আবু সাইদ তালুকদার দুলাল, বিএনপির আক্তারুজ্জামান কাজল। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আবু সাঈদ খান সিদ্দিক, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুর রহমান এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে আবুল কালাম আজাদ মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে গোলাবাড়ী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু দলের একক প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

আর মির্জাবাড়ী ইউনিয়েনে আওয়ামী লীগের একক প্রার্থী শাহজাহান তালুকদার এবং বিএনপির একক প্রার্থী হয়েছেন হারুন শিকদার।

বাকি ৮টি ইউনিয়ন পুনঃগঠন প্রক্রিয়াধীন থাকায় পরবর্তী ধাপে নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।