ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় আ’লীগ নেতার উপর বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
সাতক্ষীরায় আ’লীগ নেতার উপর বোমা হামলা

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের উপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার (০৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামের নিজ বাড়ির সামনে তার উপর এ হামলা চালানো হয়।

এ ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, রাতে বাইরে থেকে নিজ বাড়ি যাওয়ার পথে তার উপর দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি পর নজরুল ইসলামের বাড়িতে কয়েকবার বোমা হামলার ঘটনা ঘটে। এতে তার ভাই সিরাজুল ইসলাম নিহত হয়েছিলেন। একই ঘটনায় তার ভগ্নিপতি কওছার আলী পঙ্গুত বরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।