ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা এখলাকের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
বিএনপি নেতা এখলাকের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এখলাক হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

 

শনিবার (৯ এপ্রিল) দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

এখলাক হোসেনকে জাতির একজন গর্বিত সন্তান উল্লেখ করে শোকবার্তায় খালেদা জিয়া বলেন, দেশ, মাটি, মানুষের প্রতি একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে এখলাক হোসেন রাজশাহীসহ দেশের মানুষের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি মুক্তিযুদ্ধ, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় সহ দেশমাতৃকার সকল সংগ্রামে অকুতোভয় সৈনিক হিসেবে রাজশাহীবাসীর মনে চিরজাগরুক হয়ে থাকবেন। জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে দেশের উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করতে এখলাক হোসেন সর্বশক্তি নিয়োগ করেছিলেন। তিনি জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকেই একনিষ্ঠতা, একাগ্রতা এবং দৃঢ় অঙ্গিকার নিয়ে অত্র অঞ্চলে দলকে সুসংগঠিতভাবে গড়ে তুলেছিলেন। তাঁর অবদান দল কোনদিনই বিস্মৃত হবে না।

বিএনপি প্রধান বলেন, দেশের এই সংকটকালে এখলাক হোসেনের মতো একজন বলিষ্ঠ ও দৃঢ়চেতা মানুষের পৃথিবী থেকে চলে যাওয়ায় দলের নেতাকর্মীরা গভীর শূন্যতা অনুভব করবে।

বার্তায় মরহুম এখলাক হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহানুভুতি ও সমবেদনা জানান খালেদা জিয়া।

পৃথক পৃথক বার্তায় এখলাক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদও।

শুক্রবার (৮ এপ্রিল) রাত ২টায় ঢাকায় মেয়ের বাসায় মারা যান এখলাক হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।