ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হাসিনাকে খালেদার নববর্ষের শুভেচ্ছা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
হাসিনাকে খালেদার নববর্ষের শুভেচ্ছা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

রোববার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌছে দেওয়া হয়।

ধানমন্ডি কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌছে দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধি দল।

দলের অন্য সদস্যরা হলেন- সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি ও  মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

ধানমন্ডি কার্যালয়ে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমএম/বিএস

** হাসিনার কার্যালয়ে যাচ্ছে খালেদার নববর্ষের শুভেচ্ছা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।