ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেই আন্দোলন’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেই আন্দোলন’

ঢাকা: গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে বিএনপি কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিগাতলা মসজিদ রোড়ের বাসায় অসুস্থ সাবেক ফুটবলার আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

মির্জা ফখরুল বলেন, দেশ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রনে। যদি আরেক দফা গ্যাস ও বিদ্যুতে দাম বাড়ানো হয় তাহলে বিএনপি ঘরে বসে থাকবে না। কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামবে।

তিনি বলেন, গণতন্ত্রের চেতনা নিয়ে মানুষ যুদ্ধ করেছিলো। সেই গণতন্ত্রের চেতনা আজ হারিয়ে গেছে। দেশ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে।   দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।

মহাসচিব বলেন, আমাদের দলের অসংখ্য নেতাকর্মী নিহত, আহত হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গতকয়েক বছর ধরে বিএনপি প্রতিক‍ূল পরিস্থিতিতেই রাজনীতি করছে। কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। এর মাধ্যমেই আন্দোলনের সফলতা আসবে।

বিএনপির এই নেতা বলেন, দেশের এমন প্রেক্ষাপটে দলের কাউন্সিল নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। আমরা অত্যন্ত আশাবাদী এই দলকে সুসংগঠিত করে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারবো।

রোববার সকাল ১১টায় ধানমন্ডির জিগাতলার বাসায় অসুস্থ আমিনুল হককে দেখতে যান মির্জা ফখরুল। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময়ে দলের জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।