ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নগরকান্দায় সরকারি গাছ কাটার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
নগরকান্দায় সরকারি গাছ কাটার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

রবিবার (১০ এপ্রিল) দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ উঠেছে, গত ২৭ মার্চ উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের সরকারি জায়গার লক্ষাধিক টাকা মূল্যের দুইটি রেইন-ট্রি কড়াই গাছ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মিয়া অনিয়ম করে কেটে বিক্রি করে দেন। এরই প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র ও শহর যুবলীগের সভাপতি নিমাই সরকার প্রমুখ।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষক মাহবুবের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মাহাবুবুর রহমান মিয়া বলেন, এই গাছ বিক্রির সঙ্গে আমি জড়িত না। যে ব্যক্তি গাছ কিনেছেন সেই ভালো বলতে পারবেন তার কাছে কে গাছ বিক্রি করেছে। আর আমার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা কেন বিক্ষোভ করলো আমি বুঝতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আরকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।