ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভেড়ামারায় বিএনপির ৩ শতাধিক নেতা-কর্মী জাসদে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ভেড়ামারায় বিএনপির ৩ শতাধিক নেতা-কর্মী জাসদে যোগদান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে যোগদান করেছেন।

রোববার (১০ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনের হাতে ফুল দিয়ে তারা জাসদে যোগদান করেন।

এসময় জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জমিন আলী, সদস্য জিয়ারুল ইসলাম, আজিজল হক আজিল, ছাবদার হোসেন, জিয়াউর রহমান, মজনু হক, মিরাজুল ইসলাম, সাইফুল ইসলামসহ ৩ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাবেক জন সংযোগ বিষয়ক সম্পাদক নবীর উদ্দিন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।