ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরনদীতে শিবিরের ১৪ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
গৌরনদীতে শিবিরের ১৪ নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: গৌরনদী উপজেলা থেকে শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।


 
আটককৃতরা হলেন, শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজাদুল ইসলাম, গৌরনদী উপজেলার সভাপতি সবুজ হাওলাদার, শিবির কর্মী আব্দুল্লাহ আল জুবায়ের, মামুন বেপারী, আবু সালেহ, জিহাদুল ইসলাম, আজিজুর রহমান, মো. তামিম, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, শরীফ মৃধা ও পটুয়াখালি জেলা ছাত্রশিবিরের বায়জিদ মাতুব্বর।
 
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, নাশকতার পরিকল্পনা করতে উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করছিল শিবিরের ওই নেতাকর্মীরা। এসময় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।