ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ট্রাক ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বকশীগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ট্রাক ভাঙচুর

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিদুল ইসলাম জুমান তালুকদারকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে উপজেলা ছাত্রলীগ।

সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জে এসব ঘটনা ঘটে।

এর আগে সোমবার ভোরে নিজ বাসা থেকে আটক হন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার। খবরটি ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সকালে তারা মিছিল সহকারে বকশীগঞ্জ পৌর এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে তিনটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে।

রোববার স্থানীয় এক সংবাদিকের সঙ্গে হাতাহাতির ঘটনায় ওই সাংবাদিক থানায় অভিযোগ করলে, ভোরে ছাত্রলীগের সভাপতিকে আটক করে পুলিশ। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বকশীগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।