ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন: বগুড়ায় বিএনপি কর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
ইউপি নির্বাচন: বগুড়ায় বিএনপি কর্মী কারাগারে

বগুড়া: ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির কর্মী জিন্নাহ মিয়াকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

এর আগে সোমবার (১১ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

জিন্নাহ উপজেলার রামেশ্বরপুর তেজোপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, রাশেম্বরপুর ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে শনিবার (৯ এপ্রিল) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব মন্ডলকে প্রধান আসামি করে আরও ৪৮ জনের নামে মামলা করা হয়।

ওই মামলায় আব্দুল ওহাব মন্ডলের সমর্থক আসামি জিন্নাহকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।