ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণ কারাগারে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মেহেরপুর: পুলিশের দায়ের করা নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এরআগে আদালতে মাসুদ অরুণের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী।

মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বাংলানিউজকে জানান, মাসুদ অরুণকে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ২০১৩ সালের বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নাশকতার দায়ে দুই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মাসুদ অরুণ।

এসপি আরো জানান, ওই জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন  আদালত থেকে জামিন নেননি তিনি। পরে দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলায় আসামিপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রায় ৪০ জন আইনজীবী অংশ নেন। রাষ্টপক্ষে সিএসআই আমির আলী আদালতে উপস্থিত ছিলেন।

এ সময় আদালত প্রাঙ্গণে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, মাসুদ অরুণকে গ্রেফতারকে তীব্র নিন্দা জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।