ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ঈশ্বরগঞ্জে আ’লীগের ২ পক্ষে সংঘর্ষ, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
 ঈশ্বরগঞ্জে আ’লীগের ২ পক্ষে সংঘর্ষ, আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সরিষা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

 

সোমবার (১১ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলার ৩ নং সরিষা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান বাংলানিউজকে অভিযোগ করেন, রোববার (১০ এপ্রিল) রাতে বাঁধাটি বাজার ও গাঙ্গাইল মোড় এলাকায় তার সমর্থকদের নির্মিত দু’টি নৌকা প্রতীক ও একটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একরাম হোসেন ভূঁইয়ার অভিযোগ, ওই রাতে তার দু’টি নির্বাচনী অফিসে হামলা, বিভিন্ন এলাকায় নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা ও পাঁচ কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে।

এ নিয়ে সোমবার সকাল থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহানের সমর্থকরা বাঁধাটি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। বিদ্রোহী প্রার্থীর সমর্থকরাও এনায়েতনগরে একরাম হোসেনের বাড়িতে অবস্থান নেয়। পরে আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে একরাম হোসেনের বাড়ির দিকে রওনা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমানসহ উভয়পক্ষের ২০ জন আহত হন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রুহুল আমীন তালুকদার বাংলানিউজকে জানান, কেউই গুরুতর আহত হননি। তবে কয়েকজনকে লাঞ্ছিত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।