ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে আওয়ামী লীগ নির্বাচনী অফিসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
নড়াইলে আওয়ামী লীগ নির্বাচনী অফিসে আগুন

নড়াইল: নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গাবতলা এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,  মঙ্গলবার ভোর রাতে কে বা কারা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। হঠাৎ আগুন দেখে স্থানীয়রা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ সকালে এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বুলবুল হোসেনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. টিপ সুলতানের  (ঘোড়া প্রতিক) সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে, অভিযুক্ত প্রার্থী টিপু সুলতান এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকরা এ ঘটনা ঘটিয়ে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।