ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক রাজনীতি গণতন্ত্রের প্রধান বাধা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
‘সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক রাজনীতি গণতন্ত্রের প্রধান বাধা’ ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির বিকাশে প্রধান বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক রাজনীতি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

তিনি বলেন, নানাভাবে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে গণতন্ত্রবিরোধী অপশক্তি সক্রিয়।

বিএনপি ও জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রবিরোধী শক্তি। সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এই দল দু’টি ধর্মভিত্তিক দ্বিজাতি তত্ত্ব ও সামরিক শাসনের অপছায়া।  

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদীদের প্রকৃতি ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, সামরিক শাসনের অপছায়ায় এই দু’টি দল থেকে ধর্মভিত্তিক রাজনীতি-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে আলাদা করে ভাববার কোনো সুযোগ নেই।    

সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দুই খলনায়ক বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জিয়ার ক্ষমতা দখল নিয়ে যতোই গল্প বানানো হোক না কেন, চূড়ান্ত বিচারে তিনি একজন অবৈধ ক্ষমতা দখলকারী সংবিধান লঙ্ঘনকারী। বাংলাদেশে তাদের তৈরি করা প্রশস্ত পথ ধরেই সাম্প্রদায়িক রাজনীতি পুনরায় প্রতিষ্ঠা পায়।    

ঢাকা বিশ্ববিদ্যালরের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, জঙ্গি সংগঠন আইএসের অর্থের কোনো অভাব নেই। প্রতি মাসে তাদের ৬৪০ কোটি টাকা আয় আছে। এ টাকার পুরোটাই তেল বিক্রির টাকা। এ টাকার কিছু অংশ আমাদের দেশেও আসছে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার জন্য।

তিনি বলেন, আমাদের দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে সাম্প্রদায়িক শক্তি ও মার্কিন সাম্রাজ্য। তারা সর্প হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝাড়ে।  

যারা জঙ্গিবাদের অর্থায়ন করছে তাদের চিহ্নিত করতে হবে। সমাজের মানুষের সামনে তাদের মুখোশ খুলে দিতে হবে। এতে বিদেশ থেকে আসা ওই অর্থায়ন বন্ধ করে দিলে জঙ্গিবাদ ভেঙে পড়বে বলেও উল্লেখ করেন তিনি।    

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার বলেন, সারা বিশ্বেই জঙ্গিবাদ রয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্য একটি মহল কাজ করছে। তারা যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্থ করতে চায়। কারণ, তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এ লড়াই করছে।

এটা করতে দেওয়া যাবে না। তাদরে এই লড়াই বন্ধ করতে হলে জঙ্গিবাদের গোড়া ভেঙে ফেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।    

শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সম্মিলিত সামাজিক আন্দোলেনের সভাপতি অজয় রায়, জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসজেএ/এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ