ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

এরশাদ ও রওশনকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এরশাদ ও রওশনকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বাংলা নববর্ষ-১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল কর্মকর্তা এস. এম. খুরশিদ-উল-আলম মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৩টা ৪০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলামের কাছে এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার কাছে বাংলা নববর্ষ-১৪২৩’র শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।