ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে ২ শিবির নেতার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
যশোরে ২ শিবির নেতার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

যশোর: যশোর সদর উপজেলার লাউখালী শ্মশানের কাছ থেকে দুই শিবির নেতার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।



নিহতরা হলেন-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের রুহুল আমীনের ছেলে শিবিরের সাথী সদস্য শামীম (২১) ও চাঁপালি গ্রামের নূর ইসলামের ছেলে শিবিরের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি আবুজার গিফার (২২)।

নিহত শামীমের মামা ইমরান আলী ও আবুজার গিফারের ভাই নান্নু মিয়া বাংলানিউজকে জানান, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে কয়েকজন ১৮ মার্চ আবুজার গিফারীকে ও ২৪ মার্চ শামীমকে কালীগঞ্জ শহর থেকে তুলে নিয়ে যায়। পরে খোঁজ নিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করার বিষয়টি জানে না বলে জানায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, বুধবার সকালে কালীগঞ্জ সীমান্তবর্তী যশোর সদর উপজেলার লাউখালী শ্মশানের কাছে দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহত দু’জন শিবির কর্মী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কোথাও মামলা আছে কি না খোঁজ নেওয়া হচ্ছে।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানেন না বলে দাবি করেছেন ওসি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬/আপডেট: ১২৫৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ