ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ধুনটে আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
ধুনটে আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদ প্রার্থী গোলাম হোসেন সরকারকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার নুরে আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ধুনট উপজেলায় ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে গোপালনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম হোসেন সরকার আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালান।

এ কারণে ওই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের সন্তোসজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী গোলাম হোসেন সরকার বলেন, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্ররোচণায় আচরণ বিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে কারণ দর্শনোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার অফিস সময়ের মধ্যে এই নোটিশের সন্তোষজনক জবাব রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ