ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মিঠাপুকুরে চার্জশিটভুক্ত ২ আসামি কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
মিঠাপুকুরে চার্জশিটভুক্ত ২ আসামি কারাগারে

রংপুর: রংপুরে বাসে পেট্রোলবোমা হামলা মামলার চার্জশিটভুক্ত দুই আসামিকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



গ্রেফতার আসামিরা হলেন- চিথলী রামপুরা গ্রামের আকমল হোসেন (৫৫) ও চুহড় গ্রামের সুলতান মিয়া (৪৮)।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ১৪ জানুয়ারি মিঠাপুকুর উপজেলার বাতাসন দুর্গাপুর এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে আসা খলিল পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ বাসটির ছয় যাত্রী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ তদন্ত শেষে ১৩২ জনের নামে আদালতে চার্জশিট দেওয়া হয়। এ মামলার ১৮ নম্বর আসামি আকমল হোসেন। তার বিরুদ্ধে নাশকতার আরও তিনটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকমলকে গ্রেফতার করে পুলিশ। একই দিন ভোরে চুহড় গ্রাম থেকে নাশকতার দু’টি মামলার আসামি সুলতান মিয়াকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ