ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকারের সব জায়গায় পচন ধরেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
‘সরকারের সব জায়গায় পচন ধরেছে’

ঢাকা: সরকারের সব জায়গায় পচন ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।



তিনি বলেন, সরকার দেখিয়ে দিয়েছে কিভাবে ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকের টাকা ট্রান্সফার করতে হয়। আর নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট ট্রান্সফার করতে হয়।  
 
শাহ মোয়াজ্জেম আরও বলেন, এ সরকারের সব জায়গায় পচন ধরে গেছে।  পতন ছাড়া সরকারের কোনো পথ নেই। সরকার সেদিকেই এগিয়ে যাচ্ছে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত আদর্শ নাগরিক আন্দোলনের আহ্বায়ক মুহাম্মদ মাহমুদুল হাসান। এসময় আরও বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, আদর্শ নাগরিক আন্দোলনের সদস্য সচিব মফিজুর রহমান লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এনএ/এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ