ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

শরীয়তপুরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
শরীয়তপুরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আহত ৪

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী জাহাঙ্গীর শিকদার ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীর শিকদারসহ চারজন আহত হয়েছেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় চন্দ্রপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কীর্তিনগর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান ও এবারের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর দুপুরে কীর্তিনগর গ্রামে তার আনারস প্রতীকের পক্ষে ভোট চাইতে যান। এ সময় নৌকা প্রতীকের সমর্থক ও স্থানীয় ভোটাররা টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর এবং তার পক্ষের হালিম মোল্লা, কাজী মিল্লাত ও দুলাল মৃধা আহত হন। এ সময় তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এদিকে, এ খবর উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

জাহাঙ্গীর শিকদার বাংলানিউজকে বলেন, এমন চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ওমর ফারুক মোল্লা বাংলানিউজকে বলেন, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর শিকদার তার পরাজয় নিশ্চিত জেনে সাধারণ ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। স্থানীয় জনগণ তাদের হাতে-নাতে ধরে প্রতিহত করে।  

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ