ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
সিলেটে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

সিলেট: সিলেট মহানগরীর রিকাবীবাজারে ছাত্রলীগ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের ২ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে অর্থমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পার্শ্ববর্তী এলাকা নগরীর রিকাবীবাজারে এ ঘটনা ঘটে।

এর আগে সংঘর্ষস্থল রিকাবীজার কবি নজরুল অডিটরিয়ামের পার্শ্ববর্তী একটি সিএনজি অটোরিকশা থেকে ২৩টি রামদা ও ৬টি লোহার রড উদ্ধার করে পুলিশ। যেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সংবর্ধনা অনুষ্ঠান চলছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টায় অর্থমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়। এর পরপরই অডিটরিয়ামের সামনে সংঘাত শুরু হয়। সংবধর্না চলাকালে ছাত্রলীগ দুই পক্ষের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা বিধান সাহা গ্রুপ ও নগরীর আম্বরখানা মঈনুল গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে আহত হন ২৪নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আব্দুল মন্নান ও ছাত্রলীগ নেতা সুজেল আহমদ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।

তিনি বলেন, এর আগে শনিবার বিকেল ৫টার দিকে একটি সিএনজি অটোরিকশায় (সিলেট থ-১২-৩৭৭৩) বস্তা ভর্তি করে রাখা অবস্থায় ২৩টি রামদা ও ৬টি লোহার রড উদ্ধার করা হয়।

ওই সময় কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনা অনুষ্ঠান চলছিলো। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ