ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গুম-খুন সরকারের ইশারায় হচ্ছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
গুম-খুন সরকারের ইশারায় হচ্ছে

ঢাকা: সারাদেশে যে গুম-খুন হচ্ছে তা সরকারের ইশারায় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের রোগমুক্তি ও ঝিনাইদহ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দোয়া মাহফিলের আয়োজন করে খুলনা বিভাগের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

গয়েশ্বর বলেন, জনগণের বুঝতে বাকি নেই কার ইশারায় সারাদেশে খুন-গুম ও অপহরণের মতো ঘটনা ঘটছে। গুম-খুনের সঙ্গে নাকি বিএনপি-জামায়াত জড়িত। পুলিশ বাহিনী কি করে? সরকারের এসব চাপাবাজি জনগণ ভালোভাবেই বোঝে। কোনো ঘটনা ঘটলেই সরকার বলে দেয় বিএনপি জামায়াত জড়িত।

সরকারের চক্রান্ত ও অপকর্ম মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে গুম-খুন চলছে। এভাবে গুম-খুন চলতে দেওয়া যাবে না। আপনারা সংগঠিত আছেন। আরও সংগঠিত হন।

বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এতো মেগাওয়াট বিদ্যুৎ কোথায় গেলো। বিদ্যুতের দাম বাড়ানো হলো। তাহলে জনগণ বিদ্যুৎ পায় না কেন? ঢাকা শহরের বিদ্যুতের অবস্থা যদি এই হয় তাহলে গ্রাম-গঞ্জের অবস্থা কি তা সহজেই অনুমান করা যায়। কৃষকেরা বিদ্যুতের জন্য সেচ কাজ করতে পারে না।
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা অত্যাচারী সরকারের অধীনে রাজনীতি করছি। দেশ ও গণতন্ত্র রক্ষা করার জন্য আন্দোলন চলছে। তরিকুল ইসলাম একজন আপদমস্তক রাজনীতিবিদ। আমরা দোয়া ও প্রত্যাশা করি তরিকুল ইসলাম দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেবেন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমএম/এএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।