ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চম ধাপে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
পঞ্চম ধাপে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়লো

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ালো। এক্ষেত্রে ২ মের পরিবর্তনে ৩ মে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে এ সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, মে দিবস উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, আগামী ২৮ মে পঞ্চম ধাপে ৭৩৩ ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি। এতে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৪ ও ৫ মে। প্রত্যাহারের শেষ দিন ১২ মে।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে তিনটি ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ৭ মে চতুর্থ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ৪ জুন ষষ্ঠধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ইইউডি/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।