ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ: কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করতে শনিবার (৩০ এপ্রিল) গোপালগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলম এক ফ্যাক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ মোনাজাতে অংশ নিবেন। পরে তিনি সাড়ে ১০টায় সড়ক পথে টুঙ্গীপাড়া থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় রওনা হবেন।

সেখানে ১৭৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, মধুমতি নদীর ওপর প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৮৮ মিটার দীর্ঘ চাপাইল ব্রিজ, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্স এবং জাতীয় মহিলা সংস্থার ভবন উদ্বোধন করবেন।

এরপর প্রধানমন্ত্রী গোপালগঞ্জে শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, টুঙ্গীপাড়া ও মুকসুদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এরপর বিকেল পৌনে ৩টায় কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ওই উপজেলার ১০০টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টা ২০ মিনিটে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে যোগদান করবেন।

প্রধানমন্ত্রীর আগমনের বিষয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম মোল্লা বংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী চক্ষু হাসপাতালটি উদ্বোধন করলে গোপালগঞ্জ ও আশপাশ জেলার মানুষ ১০ টাকায় চক্ষু সেবা নিতে পারবেন। এখন থেকে টাকা খরচ করে পদ্মার এপারের মানুষকে চোখের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না।

এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক বাংলানিউজকে জানান, চাপাইল ব্রিজ নির্মাণের ফলে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও বাগেরহাটের মানুষের যোগাযোগের নতুন দ্বার উম্মোচন হওয়াতে এ অঞ্চলের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। এতে যোগাযোগ ক্ষেত্রে এলাকার মানুষ সুবিধা পাবে, তেমনি এ অঞ্চলের মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

গোপালগঞ্জ পুলিশ সুপার এসএম এমরান হোসেন বাংলানিউজকে জানান, শনিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ গোপালগঞ্জ সফরে আসবেন। তাদের আগমন উপলক্ষে জেলাব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০, এপ্রিল ২৮, ২০১৬
এটিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।