ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমামের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।


 
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন বলেন,     অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রত্যেক ভোটকেন্দ্রে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপির সুযোগ নেই। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন। এতে যারা বাধার সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।  
 
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
 
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, কৃষি কর্মকর্তা মশিদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন ইউআরসি কর্মকর্তা রফিকুল ইসলাম।
 
সভায় উপজেলার ৫টি ইউনিয়নের ২৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন।
 
এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি নির্বাচনে ৫৬টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনমিয় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
 
তফসিল অনুসারে আগামী ৭ মে এ উপজেলার ৫টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।