ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শিক্ষাখাতে জাতীয় বাজেটের ১৬ শতাংশ বরাদ্দের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
শিক্ষাখাতে জাতীয় বাজেটের ১৬ শতাংশ বরাদ্দের দাবি

ঢাকা: আগামী ২০১৬-১৭ অর্থ বছরে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ১৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘জাতীয় বাজেটে শিক্ষা ভাবনা ও বিকল্প শিক্ষা বাজেট প্রস্তাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী এ প্রস্তাব পেশ করেন।

 

এ আলোচনা সভা আয়োজন করে শিক্ষা বাচাঁও আন্দোলন।

 

লিখিত বক্তব্যে সভাপতি লিটন নন্দী বলেন, আগামী ২০১৬-১৭ অর্থ বছরে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ১৬ ভাগ বরাদ্দ করার প্রস্তাব করছি। ২০০৭-০৮ অর্থ বছরে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ১৫ দশমিক ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল। আমরা ২০১৬-১৭ অর্থবছরে নূন্যতম পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করছি। লিটন নন্দী এ সময় বিকল্প বাজেট প্রস্তাবনায় ১০ টি প্রস্তাবনা পেশ করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজিজুর রহমান, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক এ এন রাশেদা, অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।