ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মে দিবসে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
মে দিবসে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

ঢাকা: মে দিবসে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৯ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।



১ মে (রোববার) সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের ডাক দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

ডিএমপির অনুমতি প্রসঙ্গে রুহুল কবীর রিজভী আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সোহরাওয়ার্দী উদ্যানে যথাসময়েই সমাবেশ শুরু হবে।

বংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এমএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।