ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গুরুদাসপুরে ৬ ইউনিয়নে নির্বাচন ৪ জুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
গুরুদাসপুরে ৬ ইউনিয়নে নির্বাচন ৪ জুন

নাটোর: ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের শেষ ধাপে নাটোরের গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচন চার জুন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৯ মে (সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ১১ ও ১২ মে (বুধ-বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ এবং ১৯ মে (বৃহস্পতিবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।  

তিনি আরো জানান, এবারের ইউপি নির্বাচনে গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়নে এক লাখ ২৬ হাজার ভোটার অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এটিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।