ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘আর্থিক লেনদেনের প্রমাণ পেলে ব্যবস্থা’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
‘আর্থিক লেনদেনের প্রমাণ পেলে ব্যবস্থা’

ঢাকা: দলের কোনো নেতার বিরুদ্ধে স্থানীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বা ‘আর্থিক লেনদেনের’ অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

এর সঙ্গে জড়িত আছেন, এমন প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের বিষয়ে নানা কথা শোনা গেলেও সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করা হচ্ছে।   ঘটনা সত্য হলে ব্যবস্থা নেবে বিএনপি।

মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দল আয়োজিত সমাবেশের মঞ্চ প্রস্তুতি কাজ পরিদর্শন শেষে শনিবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মে দিবসের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দেশে একটি ‘কর্তৃত্ববাদী সরকার’ চলছে অভিযোগ করে নোমান বলেন, ‘এখানে গণতন্ত্র, মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে। যতোক্ষণ গণতন্ত্র ফিরে না আসবে এ সংকট আরও তীব্র হবে’।

জনগণ আন্দোলনকে জোরদার করে, রাজনৈতিক দল সেই আন্দোলনে নেতৃত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নির্দলীয় সরকারের দাবি আদায়ে মে দিবসের চেতনা থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো’।

‘অতীতে কখনও আপোস-আলোচনার মাধ্যমে দাবি আদায় হয়নি, আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হয়’ বলেও উল্লেখ করেন নোমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়র হোসাইন, বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

রোববারের (০১ মে)  শ্রমিক দলের সমাবেশের জন্য সোহরোওয়ার্দী উদ্যানে শনিবার বেলা ১১টা থেকে মঞ্চ তৈরির কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমএম/ এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।