ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে আ.লীগ দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ময়মনসিংহে আ.লীগ দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ ছবি: অনিক খান - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে আওয়ামী লীগ দু’পক্ষের সংঘর্ষে ৫ নেতাকর্মী আহত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোতোয়ালী  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, হঠাৎ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ৬ রাউন্ড টিয়ারশেল ছোঁড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে কি কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেঝে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।