ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

একঘণ্টা মুলতবি আ’লীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
একঘণ্টা মুলতবি আ’লীগের সম্মেলন

ময়মনসিংহ: সার্কিট হাউজ মাঠ সম্মেলনস্থল থেকে: মঞ্চে উঠেই এক ঘণ্টার জন্য ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মূলতবি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার (৩০) এপ্রিল বিকেল সোয়া ৩টায় তিনি সম্মেলন মুলতবির ঘোষণা করেন।

পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীসহ অন্য অতিথিরা মঞ্চ থেকে নেমে আসেন।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর বক্তব্যের পরই মাইক নিয়ে দাঁড়ান সৈয়দ আশরাফুল ইসলাম। সবার ধারণা ছিল তিনি বক্তব্য রাখবেন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করবেন। কিন্তু সৈয়দ আশরাফ সবাইকে অবাক করে দিয়ে এক ঘণ্ডর জন্য সম্মেলন মুলতবি ঘোষণা করেন।

সূত্র মতে, ইতোপূর্বে কোথাও কোনো সম্মেলনে গিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলন মুলতবি করেননি। হঠাৎ কেন এবং কী কারণে ময়মনসিংহের সম্মেলন এক ঘণ্টার জন্য মুলতবি করলেন এ নিয়ে প্রশ্ন উঠেছে দলটির নেতা-কর্মীদের মাঝে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমএএএম/বিএস

**
ময়মনসিংহে আ’লীগের সম্মেলন উদ্বোধন আশরাফুলের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।