ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ফেনীতে ৪ প্রার্থীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ফেনীতে ৪ প্রার্থীর জরিমানা

ফেনী: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউপির চার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী ও এক সদস্য প্রার্থীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেন।

ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ও খুঁটিতে পোস্টার লাগানোর কারণে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোশারফ উদ্দিন নাছিমকে ৬ হাজার টাকা, বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আহাম্মেদ কোরাইশীকে ৬ হাজার, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী ইসমাঈল হোসেনকে ৪ হাজার ও ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ফজলুল করিমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিকেএম এনামুল করিমের নেতৃত্বে অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেলুল কাদের এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আফরোজা পারভিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।