ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জয়ের জবাব: খালেদা জিয়াই ‘চোর’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ১, ২০১৬
জয়ের জবাব: খালেদা জিয়াই ‘চোর’ ছবি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সজীব ওয়াজেদ জয়

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে ৩শ’ মিলিয়ন ডলারের যে কথিত হিসাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার জবাব দিয়েছেন জয়।

তিনি বলছেন, একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর দৌহিত্রের দিকে কাদা ছোড়া উচিৎ নয়।



শনিবার (৩০ এপ্রিল) খালেদা জিয়া ঢাকায় এক সমাবেশে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে এফবিআই’র মামলার নথিতে জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩শ’ মিলিয়ন ডলার জমা আছে। সেই টাকার উৎস জানতে চান বিএনপি চেয়ারপারসন।

এর জবাবে রোববার (০১ মে) জয় তার ভেরিফাইড ফেসবুক পাতায় আরও লিখেছেন, ‘ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩শ’ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই’।

প্রধানমন্ত্রীপুত্র জয় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই’র গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে। কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১’র সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিলো, তারাও সেটি খুঁজে পায়নি। এমনকি এফবিআইও পায়নি। এর জন্য আমি ৩শ’ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোনো সম্পদ কোনোদিন অর্জন করিনি। আমি ততো ধনী নই’।

‘অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর’- বলেন জয়।

** জয়ের ভেরিফাইড ফেসবুক পাতায় লেখাটি পড়তে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০১, ২০১৬
এমআইএইচ/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।