ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের সাবেক পিএস অপুর জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ২, ২০১৬
তারেকের সাবেক পিএস অপুর জামিন

ঢাকা: ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস মিয়া নুর উদ্দিন অপুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
 
জামিন প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার (০২ মে) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


 
আদালতে অপুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
 
চাঁদা দাবির অভিযোগে ২০০৭ সালের ৮ মার্চ গুলশান থানায় জনৈক ঠিকাদার আমিন আহমেদ মামলাটি দায়ের করেন।
 
অপু চারদলীয় জোট সরকারের আমলে হাওয়া ভবনের  অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ২০০৭ সালে ক্ষমতার পালাবদলের সময় তিনি মালয়েশিয়া চলে যান।
 
২০১৪ সালের চলতি বছরের ১৭ জুন ঢাকায় আসেন অপু। পরদিন ১৮ জুন অপু ঢাকার মহানগর ২ নম্বর দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠান।
 
এ মামলায় জামিন চেয়ে আবেদনের হাইকোর্ট ২০১৪ সালের ১৮ আগস্ট রুল জারি করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ০২,২০১৬
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।