ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

যুবসমাজকে কাজে লাগাতে হবে, বললেন রওশন এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ২, ২০১৬
যুবসমাজকে কাজে লাগাতে হবে, বললেন রওশন এরশাদ ছবি: দীপু মালাকার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় পা‌র্টির সি‌নিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন,  দেশের উন্নয়নের জন্য যুবসমাজকে কাজে লাগাতে হবে।

‌সোমবার (০২ মে) বিকেল ৫টায় রাজধানীর কারওয়ান বাজার টি‌সি‌বি মিলনায়তনে নিজ দলের অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি’র ঢাকা মহানগর উত্তর শাখার দ্বি-বা‌র্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।



রওশন এরশাদ বলেন, উচ্চশিক্ষা অর্জন করতে হবে যুবসমাজকে। তা না পারলে কা‌রিগরী শিক্ষা অর্জন করতে হবে। সেটাও না পারলে আমাদের কাছে আসতে হবে আমরা কাজে লাগানোর ব্যবস্থা করবো।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী যুবসমাজ। এ যুব সমাজকে উন্নয়নের মূল স্রোতধারায় ‌নিয়ে আসতে হবে। যারা লেখাপড়া করছে তাদের উ‌চিত মন দিয়ে লেখাপড়া করা। আর যারা ব্যবসা ক‌রছে তাদের উ‌চিত সৎভাবে ব্যবসা প‌রিচালনা করা। অসৎ ব্যবসায়ীরা সাম‌য়িক লাভ করলেও প‌রিশেষে ক্ষ‌তির মুখে পড়তে হয়।
 

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান ‌জি এম কাদের, মহাস‌চিব রুহুল আমীন হাওলাদার, প্রে‌সি‌ডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, যুব সংহতির সভাপ‌তি রেজাউল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউ‌দ্দিন আহমেদ বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ০২, ২০১৬
এসএ/আরআইইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।