ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র রক্ষায় শ্রমিকদের ভূমিকা রাখতে হবে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, মে ৩, ২০১৬
‘গণতন্ত্র রক্ষায় শ্রমিকদের ভূমিকা রাখতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে গণতন্ত্র রক্ষায় শ্রমিকদের অতীতের ন্যায় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় শ্রমিক পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী।

মহান মে দিবস উপলক্ষে সোমবার (০২ মে) পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



দেশে গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানান তিনি।

সভায় সাবেক সংসদ সদস্য আনোয়ারা বেগমের সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, আহসান হাবীব লিংকন, খালেকুজ্জামান চৌধুরী, মাওলানা রুহুল আমিন, শফিউদ্দিন ভুঁইয়া, হোসনে আরা আহসান, জাফরউল্লাহ খান চৌধুরী লাহরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসএস/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।