ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ৩, ২০১৬
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ভিপি শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম আহম্মেদ বলেন, ২০১০ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মুলি বাড়িতে খালেদা জিয়ার জনসভা স্থলে ট্রেন পোড়ানোর ঘটনায় ভিপি শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়।

এ মামলায় শামীম জামিন আবেদন করে আদালতে হাজিরা দিলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ০৩, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।