ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় খালেদার বিরুদ্ধে কোটি টাকার মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ৩, ২০১৬
কুমিল্লায় খালেদার বিরুদ্ধে কোটি টাকার মামলা

কুমিল্লা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আট নম্বর আমলি আদালতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লার মুরাদনগর শাখার আহ্বায়ক মো. শরিফুল আলম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এই আদালতের ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী মামলাটি গ্রহণ করে ২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ ফয়সল বাংলানিউজকে জানান, ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য রাখেন বিএনপি নেত্রী। এজন্য বিএনপি নেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।