ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ৩, ২০১৬
জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের দাবি

ঢাকা: জাতীয় শিক্ষা নীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ খসড়া আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)’।
 
মঙ্গলবার (০৩ মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ  সম্মেলনে  লিখিত  বক্তব্য  পাঠ  করেন সংগঠনের সভাপতি  আল্লামা নূর  হোসেন কাসেমী।
আল্লামা নূর  হোসেন  কাসেমী  শিক্ষানীতি ও আইন বাতিলের দাবি করে পাঠ্যপুস্তক থেকে হিন্দুত্ববাদী ও ইসলাম বিদ্বেষী কবিতা, গল্প, রচনাবলী সরিয়ে নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ৯২ ভাগ মুসলিম নাগরিকের অধিকার ক্ষুন্ন হয় এমন কোনো আইন বা সিলেবাস গ্রহণযোগ্য হতে পারে না।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘সরকার কওমী মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে। কিন্তু কওমী মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের নামে কওমী মাদ্রাসার স্বকীয়তা ও স্বাতন্ত্রতা বিলুপ্ত হয় এমন কোনো সিদ্ধান্ত এদেশের সচেতন মুসলমানেরা কখনই মেনে নিবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই। ’
এছাড়া এ বছরের এইচএসসি পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রাম বোর্ডের প্রশ্নপত্রে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগ এনে পাঠ্যপুস্তক প্রণয়নে দক্ষ আলেমগণের পরামর্শ গ্রহণের সুপারিশ করেন তিনি।
আল্লামা নূর হোসেন কাসেমীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী, কার্যকরী সদস্য আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ০২, ১২১৬
এসআর্‌এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।