ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘গণ আন্দোলনের প্রস্তুতি নিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ৩, ২০১৬
‘গণ আন্দোলনের প্রস্তুতি নিন’

ঢাকা: দলীয় নেতাকর্মীদের গণ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংসদ-মেয়র-পৌর-ইউপি নির্বাচন দেখলাম কোথাও কোন সুষ্ঠু নির্বাচন হয়নি।

আর এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভবিষ্যতে জনগণের ন্যায্য দাবি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এজন্য গণ আন্দোলন প্রয়োজন।

মঙ্গলবার ( মে ৩) সন্ধায় জাতীয় প্রেসক্লাবে মে দিবস উপলক্ষে গণতন্ত্র, শ্রমিক অধিকার ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে হেল্পলেস পিপল সোসাইটি।

নজরুল ইসলাম বলেন, সরকার নিজেই বলছে রাষ্ট্র নিরাপদ নয়। কারণ সভা সমাবেশ ও ধর্মসভা করতে হলে নিরাপত্তার অজুহাত টেনে তারা পুলিশের অনুমতি নিতে বলেন।
বর্তমান সরকার গরীব ও শ্রমজীবী মানুষের বন্ধু নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পেট্রোল ও অকটেনের দাম দশ টাকা কমালেও  গরীবের নিত্য প্রয়োজনীয় কেরোসিন ও ডিজেলের নাম মাত্র তিন টাকা কমানো হয়েছে। যখন সারা বিশ্বে তেলের দাম কয়েক দফায় কমে তলানিতে গেছে।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের দুই তৃতীয়াংশ গার্মেন্টস ও শিল্পকারখানা বর্তমানে বিদেশিদের হাতে চলে গেছে। এমনকি শ্রমিক সেক্টরের নিয়ন্ত্রণও বর্তমানে বিদেশিদের হাতে।

তিনি বলেন, জাতির যখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হতে থাকে, সেখানে শ্রমিকের অধিকার কতটুকু থাকে তা প্রশ্নবিদ্ধ?

আয়োজক সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।