ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কালকিনিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ৪, ২০১৬
কালকিনিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থক আবুল কালাম ওরফে কালু শিকদারকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) গভীররাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিহত কালুর বাড়ি একই ইউনিয়নের আন্ডারচর এলাকায়। একই এলাকায় তার মুদি দোকান রয়েছে।

তার পরিবার ও স্থানীয়রা জানায়, আসন্ন সাহেবরামপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কামরুল হাসান সেলিম আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়ছেন আসাদুজ্জামান জামাল মোল্লা। মঙ্গলবার গভীর রাতে সেলিমের সমর্থকরা আসাদুজ্জামানের সমর্থক কালুকে বাড়ির বাইরে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেন। এসময় কালুর চিৎকারে বাড়ির লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যান। এরপর গুরুতর অবস্থায় কালুকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

নিহত ব্যক্তির প্রতিবেশী হাবিবুর রহমান বলেন, কালু ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার সমর্থক ছিলেন। এ কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

অপরদিকে, রাতেই কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গেন্দু কাজীর লোকজন বিদ্রোহী প্রার্থী ফজলুল হকের ২০ কর্মীর বাড়িতে হামলা ও লুটপাট চালান। এসময় কমপক্ষে ২৫ জন আহত হন।

এছাড়া আলিনগর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাহিদ পারভেজের কর্মীরা বিদ্রোহী প্রার্থী মিলন সরদারের এক কর্মীর হাতের আঙুল কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিকভাবে পাঁচজনকে আটক করা হয়েছে। সহিংসতার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।