ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ছাগলনাইয়ার শুভপুর ইউপিতে ৪ জন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ৭, ২০১৬
ছাগলনাইয়ার শুভপুর ইউপিতে ৪ জন গুলিবিদ্ধ ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
 
শনিবার (০৭ মে) সকাল পৌনে ৯টার দিকে ওই কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে তারা গুলিবিদ্ধ হন।



গুলিবিদ্ধরা হলেন, মো. ইউনুস (২৪), মো. বাবলু ( ২৬), কবির মাস্টাক (৬৫) ও রফিকুল ইসলাম (২২)।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে জানান, আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষ হলেও ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।