ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউপি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক তাপস চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করেছে একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের সময় শনিবার (৭ মে) সকাল পৌনে ১১টার দিকে এই ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তাপসকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।